কাটস ইন্টারন্যাশনাল সম্পর্কে কিছু তথ্য:

কাটস ইন্টারন্যাশনাল (কনজিউমার ইউনিটি অ্যান্ড ট্রাস্ট সোসাইটি) একটি ৪০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আন্তর্জাতিক গবেষণা ও নীতিনির্ধারণভিত্তিক প্রতিষ্ঠান, যার প্রধান কার্যালয় ভারতের জয়পুরে। প্রতিষ্ঠানটি ভোক্তাদের অধিকার রক্ষায় কাজ করে—সামাজিক ন্যায়, অর্থনৈতিক সমতা ও পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করার লক্ষ্যে, দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে।

১৯৮৩ সালে রাজস্থানে একটি গ্রামীণ উন্নয়ন প্রকল্প হিসেবে যাত্রা শুরু করেছিল কাটস। আজ এটি ভারতসহ বিশ্বের অন্যতম প্রভাবশালী ভোক্তা আন্দোলনের সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত।

নিয়মভিত্তিক বাণিজ্য, সুশাসন এবং কার্যকর নীতিনির্ধারণে কাটস দক্ষিণ বিশ্বের অগ্রণী কণ্ঠস্বর হিসেবে স্বীকৃত।

আমাদের লক্ষ্য: সামাজিক ন্যায়, অর্থনৈতিক সমতা এবং পরিবেশগত ভারসাম্যের ভিত্তিতে ভোক্তাদের অধিকার সংরক্ষণ – দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে।

আমাদের কাজ ও ৪০ বছর পূর্তি উদযাপন সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আরও বিস্তারিত!

প্রকল্প সম্পর্কে কিছু তথ্য:

ভারতের MSMEs-দের জন্য সাইবার সুরক্ষা সক্ষমতা গড়ে তোলার কর্মসূচি

এ পি এ সি সাইবারসিকিউরিটি ফান্ড  প্রজেক্ট ”, যা এশিয়া ফাউন্ডেশন দ্বারা পরিচালিত, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সাইবার সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কাজ করে। এর লক্ষ্য হলো ছোট ব্যবসা, সামাজিক সংস্থা এবং এনজিও-দের ইন্টারনেট নিরাপদে এবং আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবহার করার দক্ষতা প্রদান করা।

এই উদ্যোগে এশিয়া ফাউন্ডেশনের সহায়তায়, কাটস (CUTS) কাজ করছে ভারতের ছোট মাঝারি ব্যবসাগুলোর (MSMEs) সাইবার সুরক্ষা শক্তিশালী করতে। এর জন্য প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ অনলাইন অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই প্রকল্পের আরেকটি লক্ষ্য হলো MSMEs-দের জন্য একটি টেকসই সহায়তা কাঠামো তৈরি করা।

এই কর্মসূচির মাধ্যমে আমরা ভারতের ১০টি রাজ্যে মোট ২০,৬০০ জনকে প্রশিক্ষণ দেবো, যা অনলাইন এবং অফলাইনউভয়ভাবেই পরিচালিত হবে।

 

ভারতের ছোট মাঝারি ব্যবসার (MSMEs) জন্য সাইবার সুরক্ষা সম্পর্কে:

আরও বিস্তারিত!

প্রকল্পটি কোথায় সম্পাদন করা হচ্ছে

মোট কতজন ট্রেনিং নিয়েছেন

4